স্কাউটদের সবচেয়ে বড় সমাবেশ “জাতীয় রোভারমুটের” উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের আত্মবিশ্বাসী হবার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এর বিকল্প নেই। ‘শান্তিময় জীবন ও উন্নত দেশ’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ মানিকদাহে অনুষ্ঠিত হচ্ছে স্কাউটদের সবচেয়ে বড় সমাবেশ একাদশ “জাতীয় রোভার মুট”। আনন্দের মধ্য দিয়েই শিক্ষাদান আর মানব সেবার ব্রত নিয়ে শুরু হয় স্কাউট আন্দোলন।

সার্কভুক্ত দেশগুলোর বন্ধুরাও অংশ নেয় ১১তম জাতীয় রোভারমুটে।দিনের শুরুতেই প্রধানমন্ত্রী স্কাউটদের মুট পতাকা হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীকে সালাম জানায় রোভার প্যারেড কমান্ডার। পরে স্কাউট প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে নবীন স্কাউটদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশ। কারো অনুকম্পা নিয়ে বা কারো কাছে হাত পেতে নয়, বরং নিজেদের মেধা, শ্রম ও আত্মবিশ্বাসকে কাজে লািগিয়ে সোনার বাংলা গড়তে হবে।’ এসময় তিনি তরুণদের আত্মবিশ্বাস নিয়ে জীবন গড়ার পরামর্শ দেন।

পরিবেশ রক্ষায় দেশব্যাপী অধিকহারে বৃক্ষরোপনের জন্য স্কাউটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারাদেশে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম শুরু করার গুরুত্ব তুলে ধরেন তিনি। সততা ও দেশাত্মববোধে উজ্জীবিত হয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে স্কাউট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জে একাদশ জাতীয় রোভার মুটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন-প্রাকৃতিক সম্পদের অপচয় রোধে সচেতনতা বৃদ্ধিতে স্কাউট সদস্যদের আরো বেশি ভূমিকা রাখতে।

সুনাগরিক গড়ে তোলার ব্রত নিয়ে, শত বছর ধরে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে স্কাউট আন্দোলন। সারা বিশ্বে চার কোটিরও বেশি স্কাউট সদস্যের মধ্যে বাংলাদেশেই রয়েছে পনের লাখ। সংখ্যার দিক থেকে বিশ্বে পঞ্চম।শান্তিময় জীবন, উন্নত দেশ-এই প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনে অংশ নিচ্ছে, বাংলাদেশসহ বিশ্বের ১০ হাজার স্কাউট সদস্য।রোভার স্কাউট সদস্যদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে, এর নেতৃত্বের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রাকৃতিক ভারাসম্যা রক্ষা ও সম্পদ অপচয় রোধে জনসচেতনা তৈরিতে স্কাউট সদস্যদের আরো ভূমিকা রাখতে বলেন তিনি।স্কাউটের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে, ভবিষ্যতেও সব ধরণের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।পরে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান শেখ হসিনা। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে