বাংলাদেশে নিষিদ্ধ বিদেশি চ্যানেল প্রচারের অভিযোগে রাজশাহীর নিউ উত্তরা কমিউনিকেশনে অভিযান চালিয়ে সাতজনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে র্যাব-৫।
রাজশাহীর পাঠান পাড়া এলাকায় অবস্থিত নিউ উত্তরা কমিউনিকেশন ক্যাবল আপারেটর কার্যালয়ে আভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল ৫টায় থেকে শুরু হয়া এই অভিযানে র্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ আভিযান চালানো হয়।
আভিযানে নিউ উত্তরা কমিউনিকেশন ক্যাবল আপারেটর কার্যালয়ের ৭জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যাককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ওই কর্যালয়ের সমস্ত যন্ত্রপাতি জব্দ করা হয়। সাজাপ্রাপ্তরা হলো, শাহীন রেজা, জাহাঙ্গীর হোসেন, সাগর, পারভেজ, শামীম হোসেন, আতিকুল ইসলাম ও সাগর।
র্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিট্রেট সারওয়ার আলম বলেন, ভারত থেকে বিভিন্ন চ্যানেল অবৈধভাবে এনে-তা এখানে সম্প্রচার করা হচ্ছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। এছাড়াও কিছু অবৈধ চ্যানেলও সম্প্রচার করা হচ্ছিল এই প্রতিষ্ঠান থেকে।
তিনি আরো বলেন,’অবৈধভাবে চ্যানেল চালাতে গিয়ে এ প্রতিষ্ঠানটির মালিক প্রতি মাসে অন্তত ৩৫ লাখ টাকা ভারতে হুন্ডির মাধ্যমে পাচার করতো’ এবং পাইরেসি চ্যানেল চালাত, তিনি পাইরেসি চ্যানেল বন্ধ করার জন্য অবৈধ ব্যাবসায়ীদের সাবধান করে দেন। তবে প্রতিষ্ঠানটির মালিক পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। জানা গেছে, নিউ উত্তরা কমিউনিকেশনের মালিক হলেন উত্তরা কোরল্ড স্টোরের মালিক খন্দকার আওলিয়া রাজিব সোহেল। নগরীর পাঠানপাড়া এলাকায় অবস্থিত তার বাড়ির সামনেই একটি কার্যালয় গড়ে তুলে অবৈধভাবে ডিস লাইনের মাধ্যমে বিদেশি বিভিন্ন চ্যানেল সম্প্রচার করতেন তিনি। আর এর মাধ্যমে গ্রাহকদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হত। এছাড়াও কিছু অবৈধ চ্যানেলও সম্প্রচার করা হচ্ছিল এই প্রতিষ্ঠান থেকে। প্রক্ষান্তরে তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যাবসা চালিয়ে আসছিল।
ন্যাশনাল ডেস্ক, বিডি টাইম্স নিউজ