প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে দুই দিন পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতি। কর বৃদ্ধি ও ভ্রাম্যমাণ আদলতের অভিযানে অতিরিক্ত জরিমানার প্রতিবাদে গতকাল মঙ্গলবার থেকে পুরো জেলায় ধর্মঘট শুরু করেন মালিকরা।

বুধবার সকালে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে দুপুর থেকে ধর্মঘট প্রত্যাহারে ঘোষণা দেন সমিতির নেতারা। ডিসি অফিসে অনুষ্ঠিত বৈঠকে ক্লিনিক মালিকদের দাবি বিবেচনার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা।এদিকে দুই দিন ধরে চলা এই কর্মসূচিতে চরম ভোগান্তিতে পড়ে রোগি আর স্বজনরা।সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে র‌্যাবের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সাওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগরীর ক্লিনিকগুলোতে অভিযান চালান। এ সময় লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ের আমানা হাসপাতালকে সাড়ে ৩ লাখ টাকা এবং লক্ষ্মীপুরের রয়্যাল হাসপাতালকে আট লাখ টাকা জরিমানা করা হয়। গ্রিন ডায়াগনস্টিক সেন্টার থেকে চারজনকে আটক করা হয়।

এর প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকরা বৈঠকে বসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেন। তারা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর গেটে তালা ঝুলিয়ে দেন।

অনলাইন ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে