শনিবার, ভোট কেন্দ্রে প্রবেশের সময় প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীর কর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে জানান ডেইজী। এসময়, টেনে তার কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর সমর্থকরা টেনে-হিঁচড়ে তার জামা ছিঁড়ে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয় বলে তিনি জানান।ডেইজী সাংবাদিকদের বলেন, ‘একটি কেন্দ্র (মোহাম্মদপুরের বাইতুল ফালাহ) থেকে আমার এজেন্টরা ফোনে ঝামেলার কথা বলেন। তখন আমি সেখানে গেলে সেন্টুর তিন-চারজন লোক এসে আমার গায়ে হাত দিয়ে কাপড় ছিঁড়ে ফেলে। এসময় আমাকে লাঞ্ছিতও করা হয়।’একটি সূত্র জানিয়েছে, ডেইজি সারোয়ারের ওপর হামলার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার পাশে ছিলেন না।
‘ডেইজি আপার সালাম নিন’ শীর্ষক গানের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ডেইজি সারোয়ার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























