নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আগামী নিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। গুরুতর আহত অবস্থায় তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাস পাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদে হামলার শিকার হন তিনি। ঘটনার সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি সালেহ আকন্দ উপস্থিত ছিলেন।তিনি জানান, কাউন্সিলর প্রার্থী খোকনের (টিফিন ক্যারিয়ার প্রতীক) সমর্থকরা অস্ত্র নিয়ে ঘুরছিল। সেই ছবি তুলছিল সুমন। এটি দেখামাত্র ওই অস্ত্র দিয়েই তার মাথায় আঘাত করা হয়। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে। সুমন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য।
এদিকে, টিকাটুলিতে পরিবর্তন ডটকমের ফটো সাংবাদিক ওসমান গনির ওপর হামলা হয়েছে বলেও জানা যায়।
এখন পর্যন্ত দুই সিটিতে হামলা ও ভোট কেন্দ্র দখলের বিশটি অভিযোগ পেয়েছে নির্বাচনী কন্ট্রোল রুম।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ