২০১৭ এর সেপ্টেম্বরে থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে অংশ নেয়ার আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে জাপানের একটি টুর্নামেন্টে খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। এই টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা অর্জকেই বড় করে দেখছেন দলের কোচ এবং অধিনায়ক। তবে লক্ষ্য থাকবে সামর্থ্যের সবটুকু দিয়ে ভালো কিছু করার।
উৎসব মুখর এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ হবে ৪০ মিনিট করে। ২৮ জানুয়ারি কৃষ্ণা, মারিয়ারা মুখোমুখি হবে এসি ইমাবারির। একই দিন আরো দুটি ম্যাচ খেলবে ষোড়শীরা। মূল ম্যাচের আগে ২৬ জানুয়ারি একাডেমি সাকাইয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। জাপানের এই ফ্যাস্টিবলে অংশ নেয়া ২০টি দলের মধ্যে ১৮টিই তাদের নিজস্ব দল। বাকি দুটি দল বাংলাদেশ ও থাইল্যান্ড অনূর্ধ্ব-১৬ নারী দল। কোচ এবং অধিনায়কের চিন্তায় এখন বড় কোন আসরে খেলার অভিজ্ঞতা অর্জন এই টুর্নামেন্ট থেকে। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সাথে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি টুর্নামেন্ট থেকে ভালো কিছু করার প্রত্যাশা কিশোরীদের।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ ।