নির্বাচন কমিশনের ভেতরেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন দপ্তরের নিজ কক্ষে ইসি মাহবুব তালুকদার সাংবাদিকদের উদ্দেশ্য লিখিত বক্তব্যে তার এ অসন্তোষের কথা জানান।

নির্বাচন কমিশনের ভেতরে তার বক্তব্য উপস্থাপনের জায়গা কমে আসছে বলে মন্তব্য করেন তিনি। তিনি নির্বাচন কমিশনের দায়িত্বের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে চাই। আমাদের কর্মকাণ্ডে তা দৃশ্যমান হওয়া বাঞ্ছনীয়’।নির্বাচন কমিশনে তার বক্তব্য সংখ্যার বিচারে অগৃহীত থেকে যাচ্ছে। কিন্তু তার দাবি, বক্তব্যের মেরিট অনুযায়ী তার কথা নিয়ে আলোচনা হওয়া উচিত।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, সিটি নির্বাচনে কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। তফসিল ঘোষণার পর তিনটি কমিশন সভা হলেও এতে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। এর আগে মাহবুব তালুকদার প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্য করে চারটি লিখিত বক্তব্য পেশ করেন। সেগুলোও ইসির সভায় আলোচনা হয় নি বলে তিনি জানান।

এ সম্পর্কে মাহবুব তালুকদার বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে আমি বিগত ৯, ১৩, ১৬ ও ২০ জানুয়ারি যে ৪টি নোট প্রদান করেছি, তা রীতিমতো উপেক্ষা করা হয়েছে এবং আমলে নেওয়া হয়নি। এসবের বিষয়বস্তু সম্পর্কে কোনো আলোচনা হয়নি বা প্রয়োজনীয় ব্যবস্থাও গৃহীত হয়নি। যদি আমার বক্তব্য অগ্রহণযোগ্য হয়, তাহলেও আমাকে তা জানানা উচিত ছিল’।

মাহবুব তালুকদার জানান, ১৬ জানুয়ারি প্রার্থীদের দাখিল করা অভিযোগ সম্পর্কে তথ্য জানতে চেয়ে ২০ তারিখের মধ্যে সেসব অভিযোগের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে সে সম্পর্কে তিনি জানতে চান।কিন্তু তার ভাষ্য অনুযায়ী, এ সম্পর্কে কোনকিছু তাকে জানানোও হয় নি, ব্যবস্থা নিতেও দেখা যায় নি।মাহবুব তালুকদারের দাবি তিনি কোনো দলের সঙ্গে নেই, যখনই তিনি নির্বাচন কমিশনে কোন অসঙ্গতি দেখেন তা গণমাধ্যমে তুলে ধরেন।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে