ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মিছিল ও মিটিংয়ের পাশাপাশি চলছে বৈচিত্র্যময় নানামুখি প্রচারণা। এরই অংশ হিসেবে রয়েছে গানের সুরে ও কথায় আকর্ষণীয় দৃশ্যায়ন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার। তুলে ধরা হচ্ছে প্রতিশ্রুতি। আর, এসবকে ভোট মৌসুমের স্বাভাবিক চিত্র হিসেবে অভিহিত করে নগরবাসী বলছেন, ব্যতিক্রমী প্রচারণাগুলো কখনো কখনো বেশ উপভোগ্যও হয়ে ওঠে।

নতুন প্রজন্মের ভোটারদের সমর্থন আদায়ে নিত্যনতুন ডিজিটাল প্রচারণা তো রয়েছেই। সেই সাথে আছে চমক সৃষ্টির প্রবণতাও।  এসব নিয়ে পাড়া-মহল্লায় উৎসাহের কমতি নেই। বিচিত্র ধারার প্রচারণা ভোটারদের আদৌ প্রভাবিত করছে কি না, সে প্রশ্ন রয়েই যায়। তবে এতে বেশ আনন্দ মিলছে বলে জানা গেলো।

প্রচারণায় কখনো কখনো বিড়ম্বনা বা সমস্যা তৈরি হলেও ভোটের এই উৎসবমুখর সময়ে এসব মেনে নেয়ার কথা জানালেন নগরবাসী। নির্বাচনী প্রচারণার ঢেউ লেগেছে ফেসবুকের মতো শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

বৈশাখী থেকে
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে