গ্রেফতার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। তথ্য প্রযুক্তি আইনে করা এক মামলায় তাকে আটক করা হয়। সাভারের আমিনবাজার থেকে গতরাতে তাকে আটক করে পুলিশ। এরপর সানিকে নিয়ে আসা হয় মোহাম্মদপুর থানায়। নাসরিন সুলতানা নামে এক তরুণীর করা মামলায় তাকে আটক করা হয়। আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়ার কথা জানিয়েছে মোহাম্মদপুর থানা। সবশেষ ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলে ছিলেন আরাফাত সানি। গেল বছর টি-২০ বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হন এই স্পিনার। পরে অ্যাকশন শুধরে আবারও ফেরেন ক্রিকেটে।

জাতীয় দলের বাঁহাতি স্পিনার হিসেবে অল্প দিনেই আলোচিত আরাফাত সানি। পেইসার রুবেলের পর এবার তিনি জড়ালেন নারী কেলেঙ্কারিতে। মোহাম্মদপুর থানায় নাসরিন সুলতানা নামে এক নারীর অভিযোগ, তার কিছু আপত্তিকর ছবি ফেইসবুকে দিয়েছেন সানি। সে প্রেক্ষিতেই রোববার সকালে সানিকে গ্রেপ্তার করে পুরিশ। দুপুরে বাঁহাতি এই স্পিনারকে আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে আসামিপক্ষ বলছেন, রিমান্ড শেষে জামিন আবেদন করবেন তারা।

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরেন সানি। এরপর ব্রিসবেনে বোলিং অ্যাকশন শুধরে ছাড়পত্র পেলেও আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে