সরস্বতী পুজার কারণে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার দুই সিটি করর্পোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার আমরণ অনশনে বসেছেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনশন শুরু করেন তারা।
নির্বাচনের তারিখ পরির্বতনের জন্য শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্মীয় স্বাধীনতার অভাব উপলব্ধি করছে সবাই। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এ সময় শিক্ষার্থীদের প্রতিবাদী প্ল্যাকার্ডে লিখা ছিল- ‘পূজার দিন নির্বাচন মানি না, মানবো না’; ‘৩০ তারিখ নির্বাচন মানি না; আমারা সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘হিন্দু মুসলিম ভাই ভাই, পূজার দিনে নির্বাচন তাই!’
আন্দোলনে নেতৃত্বদানকারী জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল দাস বলেন, সরস্বতী পূজার দিনে নির্বাচন দিয়ে এক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পূজার দিনে ভোটের প্রতিবাদে ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ