নির্বাচন থেকে সরে যেতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।শুক্রবার দুপুরে এ অভিযোগ করেন বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ইসরাক হোসেন। এছাড়া তিনি আরও অভিযোগ করে বলেন, ‘৩২নম্বর ওয়ার্ডের বিএনপির এক কাউন্সিলর প্রার্থী এবং বংশাল থানা বিএনপির সভাপতিকে সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদসরা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই একটি হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করেছে।’

ইশরাকের অভিযোগের বিষয়ে, ঢাকা দক্ষিণ সিটি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হলে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে রাজধানীর গোপীবাগে নিজ কার্যালয়ে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের এ কথা জানান।  তবে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান তিনি।

নির্বাচনি কার্যক্রমকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন।  অযথা কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান দক্ষিণের এই রিটার্নিং কর্মককর্তা।এদিকে, জনগণের অধিকার আদায়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাওয়ার এবং শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন ইশরাক হোসেন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে