কক্সবাজারের মাতারবাড়ির কাছের বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধারের পর চট্টগ্রামে এনে চিকিৎসা দিচ্ছে নৌবাহিনী। তার আগেই সাগরে পাওয়া যায় একজনের মরদেহ। নিখোঁজ অপর ১০ জনের সন্ধানে তৎপরতা চালাচ্ছে নৌবাহিনীর তিনটি জাহাজ।

বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে কক্সবাজারের মাতারবাড়ি এলাকায় সাগর উত্তাল হয়ে উঠলে ফিশিং ট্রলার এমভি রাঙাচোক্কা প্রথমে কাত হয়ে যায়। পরে সেটি একেবারেই ডুবে যায়। এসময় ট্রলারের প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে ট্রলারের লোকজন আত্মরক্ষার্থে ঝাঁপ দেয় সমুদ্রে।খবর পেয়ে নৌবাহিনী জাহাজ শৈবাল শুরু করে উদ্ধার তৎপরতা। এ সময় সাগরে ভেসে থাকা ১২ জনকে উদ্ধার করা হয়।

জীবিতদের অনেকের শ্বাসকষ্টসহ নানা অসুবিধা দেখা দেয়। তাদের চিকিৎসা দেয় নৌবাহিনীর সদস্যরা। তবে সবাই আশংকামুক্ত বলেও জানায় তারা।উদ্ধার পাওয়া জেলেরা জানান, ওই ট্রলারে মোট ২৩ জন ছিলেন। নিখোঁজ ১০ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনীর উদ্ধার জাহাজ বানৌজা নির্ভয়, সমুদ্র অভিযান এবং অপরাজেয়।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে