বাংলাদেশ সচিবালয়ের চারপাশকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহনের চালকদেরকে হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সকালে সচিবালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দীন বলেছেন, সচিবালয়ের চারপাশ দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে বাস্তবায়ন হবে। আর এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আজ থেকেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান মন্ত্রী।মন্ত্রী আরও বলেন, ‘সচিবালয়ের চতুর পাশে যে রাস্তা আছে সেগুলো আমরা শব্দদূষণ মুক্ত করবো। সচিবালয়ের চারপাশকে আমরা নীরব এলাকা ঘোষণা করলাম। আজকে থেকে সেটা প্রয়েগ হবে।’

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এর বিধিমালা অনুযায়ী, নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে, সর্বোচ্চ ১ মাস কারাদণ্ডে বা সর্বোচ্চ ৫ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।  এবং পুনরায় অপরাধের জন্য সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে