জিকা ভাইরাস রোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সিঙ্গাপুর থেকে আসা সব যাত্রীদের স্ক্যানিং করে প্রবেশ করতে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। এছাড়া এ বিষয়ে সরকার সর্বোচ্চ অবস্থানে আছে বলে জানানও তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জিকা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে স্ক্রিনিং ছাড়া কেউ দেশে ঢুকতে পারবেন না।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে