কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম(বার) খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেন। খুলনায় রেঞ্জ ডিআইজি’র সভাকক্ষে এই পুরস্কার প্রদান করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মুহিদ উদ্দিন।

জঙ্গীমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত শান্তির কুষ্টিয়া বিনির্মাণে সফল ও সার্থক পুলিশ সুপার হিসেবে ইতোমধ্যে কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছেন। বিশেষ করে মাদক কারবারীদের সারেন্ডার, মাদক সম্রাটদের চরম পরিণতি, রোড ডাকাতি, সন্ত্রাসমুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠাসহ ডেঙ্গু বিরোধী, কিশোর গ্যাংমুক্ত, সড়ক আইন নিয়ে সচেতনতাসহ বিনা পয়সায় পুলিশে নিয়োগসহ সব ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেন তিনি।

এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা অর্জন করায় কুষ্টিয়াবাসী গর্বিত।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে