রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউ জিয়াং হুইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বুধবার দুপুরে বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাড়ির পাশ থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, নিহত চীনা নাগরিক পদ্মা সেতুর পাথর সরবরাহকারী ছিলেন। তিনি জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এই ঘটনায় নিহতের নিরাপত্তারক্ষী, হাউসমেট ও দোভাষীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।এছাড়া, গতকাল ও আজ ভবনটিতে কারা কারা ঢুকেছে এবং বের হয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ফ্লাট মালিকের ম্যানেজার বাপ্পি সিনহা জানান, চীনের ওই নাগরিক প্রায় এক বছর ধরে ভবনটির ছয় তলায় ভাড়া থাকতেন। সম্প্রতি তার পরিবারের সদস্যরাও বাংলাদেশে ঘুরে গেছেন।তবে চলতি বছরের ২২ অক্টোবর থেকে অকাকার্যকর রয়েছে ভবনের সিসিটিভি ফুটেজ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ