মেহেরপুর প্রতিনিধিঃ লঘু অপরাধী, প্রথম অপরাধী এবং আইনের সংস্পর্শে আসা সমাজের অপরাধীদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মেহেরপুর জেল কারগার কর্তৃপক্ষ। এ লক্ষে মেহেরপুর কারাগার থেকে শাস্তিভোগ করে মুক্তি পাওয়া সিয়াম হোসেন(২৭) নামে একজনকে পুর্নবাসনের জন্য একটি রিক্সা প্রদান করা হয়েছে।
সিয়াম হোসেন মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামের বাঙ্গালপাড়ার সেকেন্দার ভাটুর ছেলে। সে হেরোইন মামলায় ২ বছর সাজা ভোগ করে মুক্তি পাওয়ায় স্বাবাভিক ভাবে জীবন যাপন করা লক্ষে তার পরিবারের হাতে রিক্সা তুলে দেয় মেহেরপুর জেল কারাগার কর্তৃপক্ষ। বুধবার সকাল ১০ পার দিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নের জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম কামরুল হুদার উদ্যোগে ঐ ব্যক্তিকে রিক্সা প্রদান করা হয়।
মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) ও জেলা ম্যাজিষ্ট্রেট তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিয়ামের হাতে রিক্সা হস্তান্তর করেন। এসময় জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম কামরুল হুদা, জেলা সমাজসেবার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ফজলে রাব্বি,জেলার শরিফুল আলমসহ জেলা কারাগার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














