বান্দরবান প্রতিনিধিঃ “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৯ শুভ উদ্ধোধন হয়েছে। আজ শনিবার ৭ ডিসেম্বর বান্দরবান মা ও শিশু কল্যাণ কেন্দ্র হতে একটি বর্ণ্যাঢ্য র‌্যালির আয়োজনের মধ্য দিয়ে সেবা সপ্তাহ শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি পাার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‌্যালী ও আলেচনা সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা পরিবার পরিকল্পণা বিভাগের উপ-পরিচালক, ডাঃ অং চালু। ডাঃ অংসুই প্রু সিভিল সার্জন, বান্দরবান পার্বত্য জেলা, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা এর প্রতিনিধি জনাব এস এম মোবাশ্বের হোসাইন অতিরিক্তি পুলিশ সুপার, একেএম জাহাঙ্গীর চেয়ারম্যান, বান্দরবান সদর উপজেলা পরিষদ, রাজু মং মারমা ভাইস চেয়ারম্যান, বান্দরবান সদর উপজেলা পরিষদয়ই সা প্রু মহিলা ভাইস চেয়ারম্যান, বান্দরবান সদর উপজেলা পরিষদ মহোদয়গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জনাব এমরান হোসেন চৌধুরী, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, বান্দরবান এবং সেবা ও প্রচার সপ্তাহ ২০১৯-এর মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডাঃ মোঃ নুরুসসাফা চৌধুরী, ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, এফপিসিএস-কিউআইটি, বান্দরবান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৮ এ বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সারাদেশে ১ম স্থান অর্জন করায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণকে শুভেচ্ছা জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি এই বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ডাঃ অং চালু, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বান্দরবান তাঁর সভাপতির বক্তব্যে জানান, বর্তমানে সারা দেশে কিশোরী প্রজনন হার প্রতি হাজারে ১১৩ যা মাতৃমৃত্যু হার বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কৈশোরকালীন স্বাস্থ্য সেবা এবং বয়োসন্ধিকালীন পরিবর্তনের বিষয়ে বর্তমান প্রজন্মকে সচেতন করা গেলে কিশোরী প্রজনন হার ও মাতৃমৃত্যুর হার অনেকাংশে হ্রাস করা যাবে।

তিনি আরো বলেন, এই বিষয়ে তিনি স্বাস্থ্য বিভাগ ও সহযোগী বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সার্বিক সহযোগীতা কামনা করেন। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে জেলার সকল সেবা কেন্দ্রে একযোগে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। সেবা কেন্দ্র সমূহ- পরিবার কল্যাণ সহকারী, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (এমসিএইচ ইউনিট) এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

রিমন পালিত
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে