বগুড়ার ধুনটে ইছামতি নদীর চর থেকে দশ বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুনটের গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামের ইছামতি নদীর চরে ভ্ট্টুার ক্ষেত থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। জানা যায়, গতকাল দুপুরে ভুট্টার ক্ষেতে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গ্রেরণ করে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত শিশুটিকে ছেলে বা মেয়ে এরকম কোন সনাক্ত করা যায় নি।তিনি জানান, অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা, শিশুটির বয়স আনুমানিক দশ বছর। ১০/১২দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদীর চরে ফাঁকা জায়গায় লাশ ফেলে গেছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মোঃ মিষ্টার আলী মিলন
বগুড়া, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে