দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) এর আয়োজনে ‘লিগ্যাল স্কিল ডেভেলপমেন্ট এন্ড ক্যারিয়ার টক’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রাম আজ (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রামে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও নিলস কুষ্টিয়া চ্যাপ্টারের উপদেষ্টা প্রফেসর ড. রেবা মন্ডল। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এ্যাডভোকেট এবং নিলস ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টারের উপদেষ্টা শাহ মঞ্জুরুল হক।বক্তব্য প্রদান করেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি আনোয়ারুল ওহাব। স্বাগত বক্তব্য দেন নিলস কুষ্টিয়ার প্রেসিডেন্ট মাসুদুর রহমান । স ালনায় ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মোস্তাকীন হোসেন এবং ইসরাত জাহান শায়লা।
প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স প্যানেল সদস্য ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ব্যারিস্টার ইহসানুল কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৈয়দ আহসান খালিদ, আমেরিকান ইনটারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কাজী ওমর ফয়সাল এবং নিলস বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মামুন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ