কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে শনিবার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে ১২ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষনকারী বাবুল হোসেন (৫০) কে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারন জনগন,ব্যবসায়ী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক সহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, শিশু ধর্ষণকারী ও হত্যা মামলার আসামী বাবুল কে দ্রুত গ্রেফতার করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসির দাবি জানান।জানা যায়,বাঁশগ্রাম কামিল মাদ্রাসার নৈশ্য প্রহরী ও মুন্সী আজম হত্যা মামলার ২১ নম্বর আসামী বাবুল হোসেন শুক্রবার সকাল ৬ টার দিকে বাঁশগ্রাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হামিদুর রহমানের পরিত্যাক্ত বাড়িতে ১২ বছরের শিশুকে জোড় পূর্বক ধর্ষণকালে এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে।এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে সে পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলা নং ১৩।তাং-২২/১১/২০১৯।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে।তবে আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে