আজ ৭ নভেম্বর দেশের ইতিহাসে ঘটনাবহুল ও আলোচিত দিন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক নামে দিনটি পালন করে। দিনটি উপলক্ষে আজ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন ঘটে। এর আড়াই মাস পর শুরু হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনা।৩ নভেম্বর কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। এসব ঘটনার এক পর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দি হন।
৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে তিনি মুক্ত হন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এ টি এম হায়দারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে সেদিন হত্যা করা হয়।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ