নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের ৪টি মূর্তি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বিজিবি ১৬ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উদ্ধার মূর্তিগুলো গণমাধ্যম কর্মিদের সামনে আনা হয়।

১৬ বিজিবির কমান্ডিং ফিসার লে. কর্ণেল আরিফুল ইসলাম বলেন, বুধবার রাতে জেলার সদর উপজেলার বর্ষাইল নামক স্থানে বিজির নেতৃত্বে পরিচালিত টাষ্কফোর্সের অভিযানে মূর্তিগুলো উদ্ধার হয়। গোপন সংবাদের ভিত্তিতে টাষ্কফোর্স অভিযানে নামলে চোরাকারবারীরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধার ৪ টি মূর্তির ওজন প্রায় ১০১ কেজি । যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।

দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে এগুলো একত্রিত করা হয়েছে বলে ধারনা করছে বিজিবি।

আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে