ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে; ভোটগ্রহণ হবে ইভিএম এ।
নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণা করা হবে; আজ রবিবার এ তথ্য জানায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আজ অনুষ্ঠিত কমিশন সভায় ঢাকার দুই সিটির ভোট জানুয়ারিতে একদিনে করার সিদ্ধান্ত হয়েছে। ১৫ই নভেম্বরের পর তফসিল ঘোষণা করা হবে। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে।
তিনি জানান, বিদ্যমান ভোটার তালিকা দিয়েই দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ করা হবে, তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ