নিরাপত্তার স্বার্থে গুলশান সংলগ্ন আবাসিক এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হেয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে ২ নম্বর গেট বাদে বন্ধ করে দেয়া হয়েছে সবগুলো প্রবেশ পথ। প্রবেশ পথে র‌্যাব- পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ব্যক্তি ও গাড়িগুলোতে তল্লাশি চালাচ্ছে।
এ অবস্থায় খবরটি টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সূত্র জানিয়েছে, নিকেতন ও এর সংলগ্ন এলাকার নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য ২ নম্বর গেটে একটি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হচ্ছে। জানা গেছে, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এই সতর্কবস্থা বলবৎ থাকবে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত পাঁচটি ফটকের ৪টি সাময়িক বন্ধ থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে