টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে বুদ্দু মিয়া ওরফে বাদশা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
দণ্ডিত বুদ্দু মিয়া নাগরপুর উপজেলার আটাপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, বুদ্দু মিয়া ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ফরিদা খাতুনকে প্রায়ই নিযাতন করতেন। ২০১৩ সালের ৮ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রীকে স্বাশরোধে হত্যা করেন তিনি।
পরে ফরিদা খাতুনের ভাই আব্দুল মালেক বাদী হয়ে নাগরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নাসিমুল আক্তার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।