আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হক (৮৫) এর শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে।
জাহানারা হক গত শনিবার রাতে তাঁর বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। ওই রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের আইসিইউ–তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর সু–চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন।
আইনমন্ত্রী তাঁর মায়ের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














