রাজধানীতে ১ হাজার ৮০০ ঝুঁকিপূর্ণ ও নকশাবিহীন ভবন শনাক্ত করা হয়েছে, শিগগিরই সেগুলো ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, দুর্নীতিবিরোধী অভিযানে সব ধরনের সহযোগিতা করবে গণপূর্ত মন্ত্রণালয়।
সকালে গণপূর্ত অধিদপ্তরে, বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপূর্তমন্ত্রী। তিনি জানান, যারা দুর্নীতিগ্রস্ত প্রকৌশলী তাদের শোকজ করা হয়েছে।
মন্ত্রী বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতিতে যারা অভিযুক্ত, এরই মধ্যে চাকরি থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। সেমিনারে কীভাবে বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন স্থাপত্য বিশ্লেষকরা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ