সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতিসংঘসহ বিভিন্ন আঞ্চলিক সংস্থা ও দেশের সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
গুলশানে শুক্রবার সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরিক নিহত হওয়ার প্রেক্ষিতে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রায় ৫০টি দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
গুলশানের ঘটনায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সহানুভূতির জন্য ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ থেকে সব ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের শেকড় উৎপাটন করা হবে। ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে কূটনীতিকরা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন।