শুক্রবার বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘সরকারের দুর্নীতিবিরোধী অভিযান ও বিদ্যমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. আবুল বারকাত, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি, অধ্যাপক ড. আশফাক হোসেন, ট্রেজারার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ফার্মেসী অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. আনোয়ারা বেগম, চেয়ারম্যান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাংবাদিক ও লেখক অজিত কুমার সরকার, ড. লিয়াকত হোসেন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি, এডভোকেট দিদার আলী, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর, মোহাম্মদ শহিদ উল্লাহ, কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু পরিষদ ও আজিজুল হকসহ দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীগণ ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান লাল্টুর সঞ্চালনায় ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক এর সভাপতিত্বে অধ্যাপক ড . আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের সমাজে রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে পড়েছে। আমাদের রক্তকে দুষিত করেছে এই দুর্নীতি। দুর্নীতির এই সর্বগ্রাসী থাবা সমাজের সর্বত্র বিরাজমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থমকে দিচ্ছে এই দুর্নীতি। দেশের কাঙ্খিত উন্নয়ন সাধন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদের অবশ্যই দুর্নীতিকে সহনীয় পর্যায়ে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগীতা করবো। এই অভিযান যেন দীর্ঘস্থায়ী হয় এবং প্রকৃত দোষীদের শাস্তির বিধান নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা সকলের। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, দেশ কঠিন সময় অতিক্রম করছে। আরেকটি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জীবন দর্শন ও রাজনৈতিক দর্মন ছিল শোষন, বৈষম্যহীন, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার। এই লক্ষে তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন। এটি বাস্তবায়িত হলে অবশ্যই তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হতো। বঙ্গবন্ধুর স্বপ্ন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তিনি আজ সফল একজন রাষ্ট্রনায়ক। তার রাজনৈতিক গুণাবলি ও দর্শন আজ বিশ্বে প্রশংশিত হচ্ছে। তিনি চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, দিন বদলের সনদ, রূপকল্প ২০২১ ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ২০৪১ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরো বলেন, দুর্নীতি দমন হলে, অবকাঠামোগত মেগা প্রকল্প বাস্তবায়িত্ব হলে এবং দেশের শিল্পায়ন হলে প্রবৃদ্ধির হার ২০২৩-২৪ সালের মধ্যে ১৯ পার্সেন্টে উন্নিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ডাঃ এস এ মালেক বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় দুবৃত্তায়ন রাষ্ট্রের যে সমস্যা সৃষ্টি করছে তার বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে। তিনি শুদ্ধি অভিযানকে স্বাগত জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে