রাজধানীর গুলিস্তান ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িতরা আইএসের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলো। এমন দাবি করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন দুই জঙ্গিকে আটকের পর ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

চলতি বছর ২৯ এপ্রিল রাতে গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলায় আহত হন পুলিশ সদস্যসহ তিন জন। এর আগে ৩১ অগাস্ট মধ্যরাতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের যাত্রাপথে বোমা হামলা হয়।২৬ মে মালিবাগে পুলিশের এসবি কার্যালয়ের সামনে তাদের গাড়িতে বোমা হামলায় এসআই রাশেদা খাতুনসহ আহত হন দুইজন। প্রতিটি হামলার দায় স্বীকার করে আইএস। তবে পুলিশ তা নাকচ করে।এরপর ২২ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থেকে নব্য জেএমবির সদস্য মিশুক খান মিজান ও নারায়ণগঞ্জ ফতুল্লা শিয়াচর থেকে একই সংগঠনের ফরিদ উদ্দিন রুমি আটক হন। তাদের তথ্যের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় মেহেদী হাসান তামিম ও আবদুল্লাহ আজমিরকে।

আটককৃতদের মূল টার্গেট ছিল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশের উপর বোমা হামলার দায় স্বীকার করেছে বলেও দাবি কাউন্টার টেরোরিজমের।গ্রেপ্তারকৃত মেহেদী ও আবদুল্লাহ পড়াশোনা করেছেন খুলনার কুয়েটে। বিশ্ববিদ্যালয়ের সময়ই তারা যোগ দেন নিষিদ্ধ সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমে। এরপর তার যোগ দেন নব্য জেএমবির সামরিক শাখায়।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে