স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে আলোচনা সভা ও দেশের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ শিশু একাডেমির আয়োজনে শুক্রবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। জেলা শিশু বিষয় কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা তসলিমা খাতুন, অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক প্রমুখ।
এছাড়া শিশু বক্তা বক্তব্য রাখেন আজমির রহমান তরু, জান্নাতুল ফেরদৌস মিম। এসময় বক্তারা বলেন, কন্যা শিশুদের প্রতি আমরা যেন অবহেলা না করি। তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
জাহিদুর রহমান তারিক,
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























