বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ যোগদানকৃত নতুন কর্মকর্তাবৃন্দের চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর, ২০১৯) সন্ধ্যায় ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ। দেশের পাবলিক বিশ^বিদ্যালয়ের ইতিহাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ই প্রথম নতুন যোগদান করা কর্মকর্তাদের চারমাস ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বেরোবিতে যোগদান করা নতুন কর্মকর্তাবৃন্দকে ভিন্ন ভিন্ন ধাপে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহনের জন্য বেরোবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার আহবান জানান সাবেক সেনাপ্রধান। কর্মকর্তাদের প্রথম ব্যাচের সেরা অংশগ্রহনকারী হিসেবে আইকিউএসি এর সেকশন অফিসার মো: হুমায়ুন কবিরকে সম্মাননা পদক প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, প্রথম ব্যাচের কর্মকর্তারা প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান যথাযথভাবে কর্ম পরিবেশে কাজে লাগিয়ে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিবেন। চার মাসের এই প্রশিক্ষণে নানাভাবে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবান জানান তিনি। অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য কর্মকর্তাবৃন্দকে সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত মে মাসে বিশ^বিদ্যালয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিয়োগ পাওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ হলেন, সহকারী প্রকৌশলী (সিভিল) মো: শাহরিয়ার আকিফ, শরীরচর্চা প্রশিক্ষক মো: সোহেল রানা, লিগ্যাল অফিসার মোসা: রেহানা আকতার মনি, উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল) মো: সরফরাজ আলম এবং আইকিউএসি এর সেকশন অফিসার মো: হুমায়ুন কবির ও একাউন্টস অফিসার মো: নুরুজ্জামান। অনুষ্ঠানে ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর বোর্ড অব গভর্নস-এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব মো: আমিনুর রহমান, দ্বিতীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সিনিয়র মেডিকেল অফিসার বজলুর রশীদ, জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: এহতেরামুল হক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: মেরাজ আলী, হার্ডওয়্যার টেকনিশিয়ান মো: সাইফুল ইসলাম এবং সহকারী স্টোর অফিসার শায়লা আকতার উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ