ঝিনাইদহের পিতৃহীন সুমনা আক্তারের মেরুদন্ডের তৃতীয় দফা চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন লন্ডন প্রবাসি সাংবাদিক গ্রেট ব্রিটেনের ২৪ ঘন্টার নিউজ পোর্টাল জিবি নিউজ টোয়েন্টিফোর ডট কমের এডিটর ইন চীফ রাকিব এইচ রুহেল। তিনি বৃহস্পতিবার স্কুল ছাত্রী সুমনার চিকিৎসার জন্য আর্থিক সহায়দা প্রদান করেন। এ উপলক্ষ্যে ঝিনাইদহ প্রেসক্লাবের ভিআইপি রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি দিপ্ত টিভির আলাউদ্দীন আজাদ, সাবেক সভাপতি ইউএনবির আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক সমকালের মাহমুদ হাসান টিপু, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর আজাদ রহমান, সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার আসিফ ইকবাল কাজল, বাংলাভিশন টেলিভিশনের আসিফ ইকবাল মাখন ও অবজাভার পত্রিকার জাফর উদ্দীন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের এডিটর ইন চীফ রাকিব এইচ রুহেল পক্ষে নগদ ১০ হাজার টাকা সুমনার মা জেসমিন নাহার ও নানা আব্দুল গফুরের হাতে তুলে দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে সুমনার নানা আব্দুল গফুর বলেন, যিনি আমার নাতনির চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন, তিনি প্রকৃতপক্ষে একটি অসহায় দরিদ্র পরিবারের পাশে দাড়িয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন।
সুমনার মা জেসমিন নাহার বলেন, জিবি নিউজ টোয়েন্টিফোর ডট কমের এডিটর ইন চীফ রাকিব এইচ রুহেলর এই দান যেন বিফলে না যায়। আল্লাহ পাক যেন তার আরো বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দেন।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দীন আজাদ বলেন, লন্ডন প্রবাসি একজন সাংবাদিক ঝিনাইদহের মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। এ জন্য আমরা গোটা সাংবাদিক সমাজ গর্বিত। অসহায় মানুষের পাশে থাকার জন্য প্রেসক্লাব সভাপতি জিবি নিউজ টোয়েন্টিফোর ডট কমের এডিটর ইন চীফ রাকিব এইচ রুহেলকে প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য ঝিনাইদহ ফজর আলী বালিকা স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর মেধাবী ছাত্রী সুমনার চিকিৎসার জন্য দুই লাখ টাকা দরকার। তার মেরুদন্ডের হাড় বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু হতদরিদ্র নানা আব্দুল গফুরের পক্ষে সুমনার চিকিৎসা করানো সম্ভব নয়। ভারতের পিয়ারলেস হসপিটেক্স হাসপাতালে সুমনার চিকিৎসা চলছে।
সুমনার চিকিৎসক ডাঃ অসিম কুমার পাল সুমনার দ্রুততম সময়ের মধ্যে মেরুদন্ডের চিকিৎসা শেষ করার পরামর্শ দিয়েছেন। অথচ দুই লাখ টাকা জোগাড় করা সুমনার বৃদ্ধ নানা আব্দুল গফুরের পক্ষে সম্ভব নয়। তাই টাকার অভাবে সুমনার ািচকিৎসা মাঝ পথে থেমে গেছে।

সুমনার চিকিৎসার জন্য সাহায্য পাঠানো ঠিকানা: মো: আব্দুল গফুর, সঞ্চয়ী হিসাব নং ২২৭৫২, ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ। প্রয়োজনে যোগাযোগ ও বিকাশ নাম্বার ০১৭৫৮-৩৩১০৭৩।

জাহিদুর রহমান তারিক,
ঝিনাইদহ, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে