ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর চারতলা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে উপজেলার আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইভটিজিং,বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধে সভায় সামাজিক সচেতনতা মূলক আলোচনা করা হয়। আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার যুবকদের সাথে সচেতনতা মূলক সভা করেছেন আশুগঞ্জের যুব উন্নয়নের কর্মকর্তারা। এ সময় লাল পতাকা হাতে নিয়ে শপথ নিয়েছেন শিক্ষার্থীরা।

২নং চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.জিযাউদ্দিন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক এসব সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে বের হয়ে আসার জন্য সচেতনতা বৃদ্ধি করা জরুরী, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা সচেতন হলে এই সমস্যা গুলো দূর করা সম্ভব।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি, আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা:রোমানা ইয়াসমিন। এছাড়া আশুগঞ্জ যুব উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল মিয়া, যুব উন্নয়ন এর পল্লী চিকিৎসক শাহনাজ আক্তার, চিকিৎসক এম এ ইউছুফ, শিক্ষক ও শিক্ষার্থীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

পরে উপজেলার চর চারতলা যুব উন্নয়ন সংস্থার কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে