‘যৌন আক্রমণ আর না’ ‘ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে মঙ্গলবার (৩’রা সেপ্টম্বর) কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধন কর্মসুচী পালন হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারী সমাজের প্রতিনিধি নার্গিস রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি এসএম কাদেরী শাকিল, সাফের নির্বাহী পরিচালক মীর আ: রাজ্জাক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, সাংবাদিক মিজানুর রহমান লাকী, দিশা সংস্থার এ্যাড. শাসুন্নাহার ময়না ও ফেরদৌস আরারুবী প্রমুখ।
বক্তারা বলেন সম্প্রতি কুষ্টিয়ায় বিলকিস খাতুন নামের এক নার্সকে ধর্ষণ শেষে হত্যা করেছে তারই সহকর্মীরা। এসব মোকাবেলায় এবং নারীর ওপর সহিংসতা দমনে দ্রুত বিচার নিশ্চিকরণ এবং জাতীয় পর্যায়ে কমিটি গঠন করে নারীর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত সকল আইন বাস্তবায়নের অগ্রগতি ও প্রতিবন্ধকতা নিয়মিত পরিবীক্ষণ ও যথাযথ নির্দেশ দিতে সরকারের প্রতি জোর আহবান জানান।
কর্মসূচীতে বিভিন্ন যুব সংগঠন থেকে আগত তরুণ-তরুণীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন নিয়ে একাত্মতা প্রকাশ করে ।
প্রীতম মজুমদার,
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























