যুক্তরাজ্যের ‘হাল্ট প্রাইজ গ্লোবাল এক্সিলারেটরে’ চূড়ান্ত পর্বে প্রতিযোগিতার জন্য ২৫ হাজার দলের মধ্য থেকে নির্বাচিত হয়েছে বাংলাদেশি শিক্ষার্থী লামিয়া শ্রেয়ার ‘টিম এমপ্লয় মি’। লন্ডনে তিন সদস্যের দল নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয় তার টিম। এক মিলিয়ন ডলারের পুরষ্কার জয়ের জন্য সেরা ছয়টি দল চূড়ান্ত লড়াই করবে জাতিসংঘে। সেই ৬টি দলে যেতে প্রতিযোগিতা করছে লামিয়ার দল ‘টিম এমপ্লয় মি’।

লামিয়া শ্রেয়া বাংলাদেশের ব্যবসায়ী, বাংলাদেশ মেট্রোপলিটান চেম্বার অব কমার্স, হংকং-এর সদস্য শামীম রহমানের কন্যা। শ্রেয়া হংকং ইউনিভার্সিটি থেকে প্রথম শ্রেণীতে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বর্তমানে চায়নিজ ইউনিভার্সিটি হংকংয়ে আইনে উচ্চতর ডিগ্রি নিতে পড়াশুনা করছেন তিনি। একই সাথে হংকং প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বর্ণবৈষম্য বিরোধী সম্প্রীতি সুরক্ষায় পরার্শক হিসেবে কাজ করেন লামিয়া শ্রেয়া।

টিম এমপ্লয় মি’ দলের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত লামিয়া শ্রেয়া তার ফেসবুক পোস্টে বলেন, তারা বিচ্ছিন্ন তরুণদের ফিচার ফোনের মাধ্যমে বিভিন্ন সংস্থার সাথে সংযুক্ত করেছেন। প্রাথমিকভাবে তারা একটি চ্যাটবক্সে ভারতবর্ষের  ক্ষুদ্রউদ্যোক্তাদের সংযুক্ত করেন। মাত্র তিন সপ্তাহে তাদের এই প্লাটফর্মে প্রায় ৪ হাজার ১০০ তরুণ, ২০টি কোম্পানি সংযুক্ত হয়েছে। ইতিমধ্যে এসব কোম্পানি ২৮ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। লামিয়া শ্রেয়া তার পোস্টে আরো জানান, এই প্রতিযোগিতা তার জন্য অতি শিক্ষনীয় ছিল। এখানে তিনি হাভার্ড বিজনেস স্কুলের উচ্চপর্যায়ের কার্যনির্বাহী ও উদ্যোক্তাদের কাছ থেকে শিখেছেন কিভাবে ব্যবসাকে টেকসই এবং লাভজনক করা যায়।

এক্সিলারেটর প্রোগ্রামের এই অভিজ্ঞতা তাদের জন্য বিশাল অর্জন এবং তারা আগামীকাল অংশগ্রহণকারী অন্য প্রতিযোগীদের জন্য শুভকামনা জানায়। তিনি আরো উল্লেখ করেন, লন্ডনের এক মাসব্যপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতা তার জীবনে এক দারুন অভিজ্ঞতা ছিল। এ সময় তারা খুবই ব্যস্ত ও কঠিন সময় পার করেছেন। লন্ডনে প্রতিযোগিতায় জয়ের পর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে লামিয়ার দল শিগগিরই জাতিসংঘে যাবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে