মৌলভীবাজারের ছয়টি উপজেলার ১৯টি ছড়া থেকে যান্ত্রিক পদ্ধতিতে সিলিকা বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব ছড়া থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে যেসব যন্ত্র ব্যবহার করা হয়, তা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা করা হয়। আজ সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি খসরু জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পরিবেশ ছাড়পত্র ছাড়া সিলিকা বালুসমৃদ্ধ যেসব ছড়া রয়েছে, তা থেকে বা্লু উত্তোলনের জন্য ইজারা প্রদানের ওপরও ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। জালানি ও খনিজ সম্পদ বিভাগ সিলেট মৌলভীবাজারে ২০১৪ সালে ৫১টি ছড়াকে সিলিকা বালু অঞ্চল হিসেবে ঘোষণা করে। এর মধ্যে ১৯টি ছড়া থেকে বালু উত্তোলনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়। যান্ত্রিক পদ্ধতিতে ইজারাদাররা এসব ছড়া থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।