মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ভার্সাটাইল মিডিয়ার প্রযোজনায় সাত পর্বের “ঘারত্যাড়া মজনু” ধারাবাহিক নাটকটি রচনা করেছে লিটু সাখাওয়াত এবং পরিচালনা করেছেন এ প্রজন্মের উদীয়মান তরুন নির্মাতা রুমান রুনি।

৩০ বছর বয়সী জাহিদ হাসান ওরফে মজনু প্রচন্ড ঘারত্যাড়া স্বভাবের। নিজের সিদ্ধান্তে সর্বদা অটল, সেটা ভুল হলেও হোক। তার এই স্বভাব সবারই জানা। এরপরেও অনেক কষ্টে তার বিয়ে ঠিক হয়, আংটিও পড়াতে পাত্রীপক্ষ আসবে বিকেলে। রাতে মধুর স্বপ্ন দেখার পর সকালে ঘুম থেকে উঠেই মজনু দেখে সত্যি সত্যি তার ঘার ত্যাড়া হয়ে গেছে। ঘার আর সোজা করে কিছু করতে পারছেনা। পাত্রীপক্ষ এসে যদি দেখে পাত্রের ঘার ত্যাড়া, তাহলেই বিয়ে ভেঙ্গে যাবে। মহা বিপত্তি আর দু:শ্চিন্তায় পড়েছে মজনু, কারণ ঘারত্যাড়ামি স্বভাবের জন্য মজনুর পেছনে লেগেই আছে আনিস। আনিস যেন বাসায় ঢুকতে না পারে সেজন্য পাহারাদারও বসিয়েছে। অনেকের অনেক বুদ্ধিতে নানা চেষ্টা চলতে থাকে মজনুর ঘার সোজা করার। এদিকে আনিসও নাছোড়বান্দা মজনুকে শায়েস্তা করার জন্য। শেষ পর্যন্ত কি মজনুর বিয়ে হবে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবার ঈদে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। আর এই ঘারত্যাড়া নাটকে মূখ্য ভূমিকায় আরও আছে তানজিন তিশা, দিলারা জামান, হাসান ইমাম, মিলন ভট্ট প্রমূখ।

গাজী মামুন
বিশেষ প্রতিবেদক,বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে