ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার ৪টি প্রবেশমুখে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে তিনি একথা জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ঈদ-উল ফিতরে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো দৌরাত্ম্য থাকবে না। ইতোমধ্যে দুই শতাধিক অজ্ঞান পার্টির সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এদিকে, ঈদকে সামনে রেখে ২৯ জুন থেকে ঢাকার টার্মিনালগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলি বাস টার্মিনালে বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন আয়োজিত, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এবারের ঈদে অজ্ঞান পার্টি , মলম পার্টি বা ছিনতাইকারীদের কোনো ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না। প্রয়োজনে এসব মোকাবিলা করতে পুলিশ সদস্যদেরকে গুলি ছোঁড়ার নির্দেশ দেন তিনি। এছাড়াও যেকোন ধরনের যানজট এড়াতে ও টিকিট কালোবাজারি রুখতে তিনি বাস মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

মোতায়েন করা পুলিশ ঢাকার প্রবেশমুখে যানজট নিয়ন্ত্রণে কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে সব মালিকদের প্রতি আহ্বান জানান। সভায় পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের প্রধান ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে