বেনাপোল-পেট্টাপোল সীমান্তে ইমিগ্রেশনের ধীরগতিসহ নানা অব্যবস্থাপনায় হয়রানি ও চরম দুর্ভোগ পোহাচ্ছেন ভারতগামী যাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ্ও হয়ে পড়ছেন অনেকে। এ অবস্থার জন্য ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের অসহযোগিতাকে দায়ী করছেন যাত্রীরা।
ঈদ উৎসবের ছুটি কাটানো চিকিৎসা সেবাসহ বিভিন্ন কাজে বেনাপোল হয়ে স্থলপথে ভারতে যাচ্ছেন হাজার হাজার যাত্রী। বিশেষ ছুটিতে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। ফলে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সীমাহীন দুর্ভোগ যেন নিয়মে পরিণত হয়েছে। যাত্রীদের দুর্দশার সুযোগ কাজে লাগিয়ে বাড়তি টাকার বিনিময়ে লাইন ছাড়াই যাত্রী পার করছেন কিছু অসাধু পুলিশ ও দালালরা। আর এতে সাধারন যাত্রীরা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন।
যাত্রী ভোগান্তি কমিয়ে চেকপোস্ট এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী কাজ করছেন বলে জানান কাস্টমস হাউজের কর্মকর্তারা।ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে গত এক সপ্তাহে প্রায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করেছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























