বিনম্র শ্রদ্ধায় গোটা জাতি স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। তাদের রুহের মাগফিরাত কামনা করে রাজধানীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন সহযোগি সংগঠন। এছাড়া, বিভিন্ন এলাকায় গরীব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ধানমন্ডি-৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার পর ঢল নামে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।এদিকে, ধানমন্ডিতে ১৫ আগষ্ট নিহতদের রুহের মাগফিত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। ১৫ আগষ্ট শহীদদের স্মরণে দোয়ার ও মিলাদ মাহফিলের আয়োজন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু এভিনিউয়ে অসহায় ও গরীবদের মাঝে খাবার বিতরণ করে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় গরীব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে