দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ তিনজনকে গ্রেফতারের আদেশ হয়েছে। প্রধান বিচারপতির মানহানির অভিযোগে এক মামলায় আদালতের তলবে হাজির না হওয়ায় এই আদেশ দিয়েছেন আদালত।
এই তিনজন হলেন- পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।
ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী সোমবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসেসিয়েশনের সভাপতি আরফান উদ্দিন খান গত ২২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেন।