প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ছুটি কম থাকায় তাড়াতাড়ি ঢাকায় ফিরতে হয়েছে বলে জানালেন অনেকেই। ভালোভাবে ফিরতে পেরে খুশি যাত্রীরা।
পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।সকালে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় ফিরতে দেখা যায় যাত্রীদের। ঝামেলা ছাড়া নির্ধারিত সময়ে ফিরতে পেরে খুশি তারা। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিলো ঢাকায় ফেরা মানুষের উপস্থিতি। কোন রকম বিড়ম্বনা ছাড়াই তারা ঢাকায় ফিরতে পেরেছেন ।
এদিকে, সড়ক পথেও রাজধানীতে ফিরেছেন অনেকে। ভোগান্তি ও যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














