রাজধানীতে জমে উঠেছে পশুর হাট। ক্রেতা-দর্শণার্থীর উপস্থিতি বাড়লেও বিক্রি কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

৫০ হাজার থেকে ১৫ লাখ টাকায় পশু বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। ঈদের আরো ২ দিন বাকি থাকায় ঘুরে ঘুরে কোরবানীর পশু পছন্দ করছেন অনেকেই। এদিকে গতকাল থেকেই রাজধানীতে ফুটপাতসহ সড়কের একাংশ দখল করে অনেকে পশু বিক্রি করছেন। এতে তীব্র যানজটের পাশাপাশি দুর্ভোগে পড়ছেন নগরবাসী। রাজধানীর মোহাম্মদপুর, ভাটারা, উত্তরা ১৫ নম্বর সেক্টরসহ অন্তত আটটি হাটের পাশে সড়ক বিভাজকের ওপরও গরু রেখেছেন অনেক ব্যবসায়ী।

একই অবস্থা তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক কলেজ মাঠ হাটের। তবে এ বিষয়ে এখন পযর্ন্ত সিটি করপোরেশন বা প্রশাসনের কাউকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে