কুষ্টিয়া পৌরসভায় চলমান প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন। এই সেøাগানকে সামনে রেখে মেয়র ভবনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ রওশন আরা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রওশন আরা বেগম বলেন, পৌর পিতা অত্যান্ত বিজ্ঞ মানুষ। শিশু ভূমিষ্ঠ হওয়ার এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ পান করাতে হবে, কারন শিশুকে এই শাল দুধ পান করালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শাল দুধ খুব ঘন ও অল্প হয়। শিশুকে শালদুধ পান করালে শিশুর ডাইরিয়া, নিউমোনিয়া সহ অনান্য রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনার শিশুর প্রতি আপনাকে যতœবান হবেন কেননা আপনার শিশু শারীরিক, মানসিক ও মেধা বিকশিত করার জন্য একজন মায়ের ভূমিকা সবচেয়ে বেশি।
সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ার আলী বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গর্ভবতী মা ও দুগ্ধদানকারী মায়েদের শারীরিক সুস্থতার ও কোন শিশু যেন পুষ্টিহীনতায় না ভোগে সেজন্য পুষ্টিকর খাবারের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-মতিয়ার রহমান মজনু, কাউন্সিলর সাবা উদ্দিন সওদাগর, পিয়ার আলী জোমারত, বদরুল ইসলাম, হেলাল উদ্দিন, ইসলাম শেখ, শাহানাজ সুলতানা বনি, নুরজাহান, মমতাজ জাহান, তাসলিমা খাতুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা একেএম মন্জুরুল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার সেলিম মোড়ল সহ পৌরসভা ও পৌরসভার চলমান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আনোয়ার হোসেন। উল্লেখ্য সকালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা চত্তরে এসে শেষ হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























