কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, বর্তমান বিশ্বে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠি নারী। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহন ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত মহিলাদের কম্পিউটর প্রশিক্ষণ প্রকল্পের সনদপত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, দেশের শিক্ষিত মহিলাদের কম্পিউটার তথ্য যোগাযোগ বিষয়ে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে গৃহিত হয়েছে। প্রকল্পের আওতায় শিক্ষিত বেকার মহিলারা প্রশিক্ষন গ্রহন করে কম্পিউটার ও তথ্যযোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এছাড়াও সামাজিক ক্ষমতায়নসহ ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে নারীরা তথ্যপ্রযুক্তিতে অনেকেই মেধার স্বাক্ষর রাখছে। এর মাধ্যমে নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়ার প্রসারতা বাড়ছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীলতায় উদ্বুদ্ধকরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা সংগঠন কাজ করছে। নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে নানা রকম পেশায় জড়িয়ে পড়ছে। তার মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি নির্ভর কাজকর্ম। বলতে গেলে এক্ষেত্রে নারীদের অবস্থান বেশি শক্তিশালী বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়ার চেয়ারম্যান বেগম নুরজাহানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান আতা ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নেসা সবুজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার শাহীন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার প্রশিক্ষনার্থী নাদিয়া পারভীন ও লাইলা আফিয়া আঞ্জুমানারা। পরে জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ৪০জনকে ৬মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।

কে এম শাহীন রেজা
বিডি টাইমস নিউজ,কুষ্টিয়া ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে