রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আসাদগেট, কলেজগেট, শিশুমেলা, আগারগাঁও, তেজগাঁও এবং ধানমন্ডি থেকে কিশোর গ্যাং গ্রুপের ২৯ জনকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের ছয় মাসের জন্য গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত ওইসব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে কারও কারও কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু, মোবাইল এবং নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয়।
ডাকাত ও ছিনতাই চক্রের প্রধান মোবারক, জিয়াউল ও কামরান দীর্ঘদিন ধরে এসব শিশু কিশোরদের দিয়ে ছিনতাই এবং বিনিময়ে জোর করে মাদক সেবন করাতো বলে জানিয়েছে র্যাব।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























