রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ও মীর আব্দুল করিম কলেজের যৌথ উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং ও উচ্চ শিক্ষা শীর্ষক সেমিনার সোমবার সকালে অত্র কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসান উল হক খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আমলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ’র ভাইস চেয়ারম্যান ড. মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টি’র সদস্য জুলফিকার আলী, প্রকৌশলী একরামুল আলিম প্রমুখ।
সেমিনারে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। বক্তাগণ পরিকল্পিত জীবন গঠনে ক্যারিয়ার প্লানিং এর উপর গুরুত্বারোপ করেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ