ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে বেডের জন্য হাহাকার। সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হচ্ছে বেডের জন্য। কখন বেড পাওয়া যাবে, নেই সেই নিশ্চয়তাও। অনেকে আবার সুস্থ্য হওয়ার পরও আতঙ্কে ছাড়ছে না হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯০ জন।

ডেঙ্গু ধরা পড়েছে ফাতেমা জান্নাতির। হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু মিলছে না বেড। সেন্ট্রাল হাসপাতালে দীর্ঘ অপেক্ষার পর তাকে নিয়ে বাড়ি ফিরে যান স্বজনরা।২০০ শয্যার এই হাসপাতালে ফাঁকা নেই একটি বেডও। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেডের জন্য সিরিয়াল দিয়েছেন ৮০ জন।আনোয়ারুল ইসলামের অপেক্ষা আরও দীর্ঘ। হলি ফ্যামিলি হাসপাতালে একটি বেডের জন্য সকাল আট থেকে বিকেল তিনটা পর্যন্ত অপেক্ষার পর জানা গেল, তখনো ফাঁকা হয়নি কোনো শয্যা।এখানেও বেড পেতে নাম লিখিয়েছেন ৫০ জন। এমন অবস্থা বেশির ভাগ হাসপাতালে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটোছুটি করেও মিলছে না বেড। অন্য সময় যে সব হাসপাতাল থাকতো রোগী শূন্য, এখন সেখানেও বেড ফাঁকা নেই।

এদিকে প্রতিটি হাসপাতালে রোগী বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। হঠাৎ করেই রক্তের প্লাটিলেট কমার ঘটনা বাড়ায় তৈরি হয়েছে আতঙ্ক।রাজধানীর হাসপাতালগুলোতে বেডের পাশাপাশি এখন দেখা দিয়েছে আইসিইউ ও পিআইসিইউ সংকটও।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে